ঢাকা | বঙ্গাব্দ

"ফেব্রুয়ারি মাস শুরু আজ"মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 01-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4365 জন
"ফেব্রুয়ারি মাস শুরু আজ"মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ফেব্রুয়ারি মাস শুরু আজ 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ০১/০২/২০২৫ খ্রিঃ


ফেব্রুয়ারি মাস শুরু আজ 

স্বাধীন সোনার বাংলা জুড়ে,

বাংলা ভাষার গান কবিতা 

রয়েছে সারা বিশ্বের ঘরে ঘরে।

বাংলা মোদের গর্বের ভাষা 

লাক্ষ শহীদদের জীবন দিয়ে পাওয়া,

তাইতো আজ সোনার বাংলায় 

সাধের বাংলা গান গাওয়া।

ভাষার মাসের শুরুতে আজ 

শত সালাম আর বিনম্র শ্রদ্ধায়

লাক্ষ শহীদদের স্মরণ করি,

তাদের আত্মত্যাগের বিনিময়ে মোরা

পেয়েছি বাংলা ভাষা ভরি ভরি। 

অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

শান্তি সুখে রেখ আল্লাহ তোমায় 

বিনয় করে বলি


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২